কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেইসঙ্গে জেলা ও অন্যান্য ৮ উপজেলা পর্যায়ে সফল নারীদের মধ্য থেকে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুড়ি হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এতে অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছের বিন আলীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক মহিলা এমপি আহমেদ নাজমীন সুলতানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নেছা প্রমুখ।
শেষে কুড়িগ্রামের জেলা পর্যায়ে পাঁচজন এবং কুড়িগ্রাম সদর উপজেলা পর্যায়ে পাঁচজন জীবনযুদ্ধে জয়ী নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা পর্যায়ে জয়িতা সংবর্ধিত নারীরা হলেন-সফল জননী রাবেয়া খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে খোদেজা বেগম, অর্থনৈতিক সাফল্যে রোমানা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মোর্শেদা বেগম ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ফরিদা পারভীন।
কুড়িগ্রাম সদর উপজেলা পর্যায়ে জয়িতারা হলেন-অর্থনৈতিক সাফল্যে নিলুফা ইয়াসমিন, শিক্ষা ও চাকরিতে আফসানা মিমি, সফল জননী আলেয়া বেগম, সমাজ উন্নয়নে কুলসুম বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় লাভলী বেগম।
বিডি প্রতিদিন/এমআই