মাগুরা মহিলা কলেজের ছাত্রী মারিয়া খাতুনকে হত্যা ও গুমের সাথে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ ও মানববন্ধন হয়েছে।
আজ রবিবার সকালে শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে মাগুরা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মারিয়ার স্বজনরাও মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, নিহত মারিয়ার ভাই জহিরুল ইসলামসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী তার হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ