দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধায় ৫টি সংসদীয় আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এসব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।
গাইবান্ধায় ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৩৪ জন প্রার্থী। এর মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল এসব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার পাটোয়ারী (বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক) মো. জয়নাল আবেদীন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক), আইরিন আক্তার (বাংলাদেশ কল্যাণ পার্টি, ঘড়ি প্রতীক), খন্দকার রবিউল ইসলাম (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, কলার ছড়ি প্রতীক), মর্জিনা খান (ন্যাশনাল পিপলস পার্টি (এনএনপি), আম প্রতীক), মো. আবু বক্কর সিদ্দিক (কৃষক শ্রমিক জনতালীগ, গামছা প্রতীক), মো. গোলাম আহসান হাবীব মাসুদ (জাসদ প্রার্থী মশাল প্রতীক), মো. ফখরুল হাসান (বাংলাদশে কংগ্রেস, ডাব প্রতীক), মো. ওমর ফারুক সিজার (বিএনএফ, নোঙ্গর প্রতীক) এবং আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র) ঢেঁকি প্রতীক পেয়েছেন।
গাইবান্ধা-২ (সদর) আসনে মো. আব্দুর রশিদ সরকার (জাতীয় পার্টি মনোনীত ও সাবেক সংসদ সদস্য লাঙ্গল প্রতীক), শাহ সরোয়ার কবির (স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ, ট্রাক প্রতীক), মোছা. মাছুমা আক্তার (স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক), জিয়া জামান খান (ন্যাশনাল পিপলস পার্টি, আম প্রতীক) এবং মো. গোলাম মারুফ মনা (জাতীয় সমাজতান্ত্রিক দল) মশাল প্রতীক পেয়েছেন।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীক), মাইনুর রাব্বী চৌধুরী (জাতীয় পার্টি প্রার্থী লাঙ্গল প্রতীক), সাঁহারিয়া খান বিপ্লব (স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ, ট্রাক প্রতীক), মো. মফিজুল হক সরকার (স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ, ঈগল প্রতীক), এবং মো. মঞ্জুরুল হক (বিএনএম নোঙ্গর প্রতীক), মো. মোস্তফা মনরিুজ্জামান (কৃষক শ্রমিক জনতালীগ, গামছা প্রতীক), মো. আজিজার রহমান (স্বতন্ত্র প্রার্থী ঢেঁকি প্রতীক), মাহমুদুল হক (বাংলাদেশ কল্যাণ পার্টি, হাতঘড়ি প্রতীক), জাহাঙ্গীর আলম সরকার (ন্যাশনাল পিপলস পার্টি, আম প্রতীক) এবং খাদিমুল ইসলাম খুদি (জাসদ) মশাল প্রতীক পেয়েছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অধ্যক্ষ আবুল কালাম আজাদ (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও সাবেক এমপি নৌকা প্রতীক), কাজী মো. মশিউর রহমান (জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক), মনোয়ার হোসেন চৌধুরী (বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক) পেয়েছেন।
এছাড়া গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মাহমুদ হাসান রিপন (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য নৌকা প্রতীক), মো. আতাউর রহমান আতা (জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক), মো. শামসুল আজাদ শীতল (স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক), জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা বাংলাদেশ, কুলা প্রতীক), মো. ফারুক মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি, আম প্রতীক এবং ফারজানা রাব্বি বুবলি (স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ, ট্রাক প্রতীক) পেয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ