দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনের প্রতিটিতে নৌকার সঙ্গে লড়াই হবে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষে এমনটিই আলোচনায় মুখর রয়েছে জেলার মানুষ। এসব আসনে অন্যান্য দলের প্রার্থী থাকলেও তারা সুবিধাজনক অবস্থায় নেই বলে মন্তব্য করছেন ভোটাররা।
এর মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান এমপি (নৌকা) এর সঙ্গে জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল) ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন (ঈগল প্রতীক) এর হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ আসনে আরো ৩ জন প্রার্থী রয়েছেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে আওয়ামী লীগের অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি (নৌকা) এর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল) এর সঙ্গে। এছাড়া এ আসনেই স্বামী নয়নের বিরুদ্ধে স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আরো ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে এ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ার খবর পাওয়া গেছে। তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ঈগল প্রতীক চেয়ে একটি পত্র প্রেরণ করেছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সেলিনা ইসলামের একটি পত্র পেয়েছি, তবে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে, কমিশন থেকে নির্দেশনা আসলে বরাদ্দসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু এমপি (নৌকা) এর সঙ্গে মূল লড়াই হবে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার (ট্রাক) এর সঙ্গে। এছাড়া আরো ৩ জন প্রার্থী লড়ছেন এ আসনে।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মোশাররফ হোসেন (নৌকা) এর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লা আল মামুন (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক) এর সঙ্গে। এখানে সাবেক এমপি মামুনের স্ত্রী মাহমুদা বেগমসহ (তবলা প্রতীক) আরো দুইজন প্রার্থী আছেন।
এদিকে প্রতীক বরাদ্ধের পরপরই বিকেল থেকে প্রচারনায় নেমেছেন প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, এ পর্যন্ত ২৮ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। একজনের বিষয়টি নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছে।
বিডি প্রতিদিন/হিমেল