ময়মনসিংহের ভালুকা পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাবেক ছাত্রনেতা এস.এম মহসিন শাওনকে সভাপতি ও মো. মিজানুর রহমান ফেরদৌসকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদ দেওয়া হয়েছে।
রবিবার রাতে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজীব আহমেদ রাজীবের যৌথ স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয়।
আংশিক ওই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন প্রকৌঃ মনোয়ারুল ইসলাম রিয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাকিল হাসান অনন্ত ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন এস.এম. জিয়াউর রহমান মোমেন।
পাশাপাশি ওই প্রেস বিজ্ঞপ্তিতেই নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক বরাবর প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন