কুমিল্লার নাঙ্গলকোটে তিন সহস্রাধিক অসহায়, দুঃস্থ ও এতিমখানার শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
সোমবার তিনি উপজেলার গোহারুয়া গ্রামে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেন। উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় ও এতিম শিক্ষার্থীদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
গত কয়েকদিন থেকে সারাদেশের ন্যায় নাঙ্গলকোটেও শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতে অসহায়, দুঃস্থ মানুষের পাশাপাশি এতিমখানার শিক্ষার্থীরাও চরম বিপর্যস্ত। বিষয়টি জানতে পেরে সাংবাদিক নঈম নিজাম নাঙ্গলকোটে কম্বল বিতরণের উদ্যোগ নেন। তিনি সোমবার উপজেলার বিভিন্ন স্থানে তিন সহস্রাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করেন। বিভিন্ন স্থানে কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে নঈম নিজাম বলেন, হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। নাঙ্গলকোটে শীতার্ত অসহায়, হতদরিদ্র মানুষ ও এতিম শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম্বল বিতরণ করেছি। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
নঈম নিজামের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। কম্বল পেয়ে ভীষণ খুশি অসহায়, দুঃস্থ ও এতিম শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/আজাদ