প্রায় দেড় যুগ পর বগুড়া শহরতলীর বনানী-মাদলা সড়কের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে গত রবিবার বগুড়ার শাজাহানপুরের সুলতানগঞ্জ-পেড়ীরহাট সড়কের বনানী হাইওয়ে টু মাদলা বাজার পর্যন্ত ৩ হাজার ৪শ’ ৪০ মিটার অংশে কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, পৌর কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা সঞ্জয় চৌধুরী সবুজ, আজিজার রহমান বাবু, ইয়াছিন আলী, আলী হায়দার টিক্কা প্রমুখ।
জানা গেছে, স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০০৪ সালে বগুড়া শহরতলীর বনানী ঘাটে করতোয়া নদীর উপর ব্রিজ নির্মিত হয়। এর তিন বছরের মাথায় বনানী ব্রিজ থেকে মাদলা হয়ে পেড়ীরহাট পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করা হয়। রাস্তা নির্মাণের চার থেকে পাঁচ বছর পর খানা-খন্দক দেখা দেয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা-খন্দকগুলো বড় আকারের গর্তে পরিণত হয়। কার্পেটিং নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য বগুড়া পৌরসভা এবং শাজাহানপুর উপজেলা প্রকৌশল বিভাগে দৌড়-ঝাঁপ করতে থাকেন। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় পৌরসভা সড়কটি সংস্কার করতে অপারগতা প্রকাশ করে।
এলজিইডি জানায়, পৌর এলাকার রাস্তায় কাজ করার সুযোগ নেই এলজিইডি’র। এমন দো-টানাটানিতে চরম হতাশায় পড়েন এলাকাবাসীসহ এই সড়কে চলাচলরত হাজার হাজার মানুষ। দীর্ঘ দিনের প্রচেষ্টায় রাস্তা সংস্কারে বিশেষ উদ্যোগ নেয় এলজিইডি। ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে গত রবিবার থেকে এই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষ হলে চলাচলে দুর্ভোগ পোহাতে হবে না এলাকাবাসীর।
শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হাসেন ছান্নু জানান, বগুড়া শহরতলীর বনানী-মাদলা সড়কের রাস্তা সংস্কার এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিন হাজার ৪শ’ ৪০ মিটার অংশে কার্পেটিং কাজ শুরু হয়েছে। আগামী দিনে এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ সহজে চলাচল করতে পারবে।
বিডি প্রতিদিন/আজাদ