নরসিংদীর শিবপুর উপজেলার ১৪২টি স্কুলে আফসানা রহমানের কাব্যগ্রন্থ 'আমাকে জাগতে দাও' বিতরণ করা হয়েছে।
গতকাল শিবপুর উপজেলা শিক্ষা অফিসার নূর মো. রুহুল ছগীরের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষকদের হাতে বইটি তুলে দেওয়া হয়। এসময় নূর মো. ছগীর বলেন, 'আফসানা রহমান একজন অসাধারণ লেখক। তার লেখা বই আগেও প্রকাশিত হয়েছে। এবারের কাব্য গ্রন্থটিও আশা করি পাঠক মহলে সাড়া জাগাবে।'
বিডি প্রতিদিন/আরাফাত/রাশেদ