রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জুয়া খেলার বিরোধের জেরে জুয়েল ইসলাম মাজু (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাতে বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকা এ ঘটনা ঘটে। নিহত জুয়েল বড়বিল ইউনিয়নের মন্থনা চওড়াপাড়া গ্রামের একরামুল হকের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী শ্যামলী আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দীঘলপাড়া গ্রামের খরকু মিয়ার বাঁশঝাড়ে জুয়ার আসর বসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জুয়েল ইসলাম বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিশৃঙ্খলা দেখে জুয়া খেলতে বাঁধা দিলে জুয়ারীরা ক্ষিপ্ত হয়ে উঠে গালিগালাজসহ তাকে মারধর করে। পরে জুয়েল বাড়ি ফিরে সন্ধ্যা ৭টার দিকে মন্থনা বাজার গেলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে জুয়ারীরা বেধড়ক মারপিট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, থানা একটি হত্যা মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম