ব্রাহ্মণবাড়িয়ায় তিন ফল বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সঠিক মূল্য তালিকা না থাকা এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের ফারাক থাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে ওই তিন ফল ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করেন।
পৌর এলাকার পুরাতন কোর্ট রোডসহ আশপাশের এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া শাখার সহকারি পরিচালক মো. মেহেদী হাসান এ অভিযান চালান। অভিযান চলাকালে ইমন এন্টারপ্রাইজকে তিন হাজার,আউয়াল ফল ভান্ডারকে তিন হাজার ও মায়ের দোয়া ফল ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশ কয়েকজন ফল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/এএম