গাইবান্ধায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে পুরে গেছে তৃতীয় তলার ওয়াস রুমের একটি অ্যাডজাস্ট ফ্যান।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ৯ দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ওই ভবনের তৃতীয় তলার ওয়াস রুমের একটি অ্যাডজাস্ট ফ্যান পুড়ে গেছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/এমআই