‘শান্তির জন্য পানি’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পানি দিবস-২০২৪ পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষণি করে। র্যালিতে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান নেতৃত্ব দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পানির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, বিশ্বে পানির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অনেক স্থানে পানির সংকট শুরু হয়েছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। দেশের নতুন নতুন জেলা লবনাক্ততার সাথে যুক্ত হচ্ছে। ফলে ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম