আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের বর্ধিত টাকা বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জাসদ সাটুরিয়া উপজেলা কমিটি।
এতে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী সাজু, বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ -বিসিএল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সোহেল হোসেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের জামানতের টাকা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়।
বিডি প্রতিদিন/এএ