গাজীপুরের কালিয়াকৈর বৃহস্পতিবার দুপুরে উপজেলার খলশাজানি ও পাবুরেচালা এলাকায় ফুলবাড়িয়া ও বোয়ালিয়া ইউনিয়নের শিলা বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৭৫৫ জন পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্তৃক বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। ঢেউটিন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহমেদ, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম সরকার, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল খানসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ