চুয়াডাঙ্গায় ৪৭ বিএনপির নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক আটটি নাশকতার মামলায় ৫০ বিএনপি নেতাকর্মী চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ৪৭ জনের জামিন নামঞ্জুর করা হয়। বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, জেলার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার আটটি নাশকতার মামলায় বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ৫০ জন নেতাকর্মী। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আত্মসমর্পণ করা আসামি পক্ষের বক্তব্য শুনে তাদের মধ্যে থেকে তিনজনের জামিন মঞ্জুর করে বাকি ৪৭ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ২০২৩ সালে জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন নাশকতার ঘটনায় জড়িত ছিলেন এসব বিএনপির নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে একাধিক মামলায় দায়ের করা হয় জেলার বিভিন্ন থানায়। বৃহস্পতিবার ৮টি মামলায় ৫০ জন আত্মসমর্পণ করেন। এর মধ্যে দর্শনা থানায় দুটি, জীবননগর থানায় চারটি ও দামুড়হুদা থানায় দুটি মামলা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল