রেলপথে রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেলস্টেশনে রাজধানীগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি সেকেন্দার আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়াানুর রহমান, মহিমাগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম কাদির মিঠু, কামারদহ ইউপি সদস্য মিন্টু মিয়া প্রমুখ।
বক্তারা রেলপথে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের প্রবেশদ্বার ও জেলার বৃহৎ উপজেলা গোবিন্দগঞ্জের শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জ রেলস্টেশনে রাজধানীর সাথে চলাচলকারী একটি ট্রেনেরও যাত্রাবিরতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে নতুন চালু হওয়া আন্তঃনগর বুুড়মারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল