টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শতাধিক গনমাধ্যমকর্মীকে ১০ কেজি করে চাল, এক কেজি মুশুর ডাল, বুটের ডাল এক কেজি, সরিষার তেল এক লিটার, সয়াবিন তেল এক লিটার, চিনি এক কেজি, পোলাও চাল দুই কেজি, গুড়া দুধ, গুড়া মসলা, সাবান, শ্যাম্পু এবং সেমাই দেয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ