ময়মনসিংহের তারাকান্দায় জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে আকস্মিক মারামারিতে শিপুল সরকার (৪২) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (০৩ এপ্রিল) সকাল ৯টার দিকে তারাকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপুল ওই গ্রামের সরকার পাড়ার মৃত জসিম উদ্দিনের পুত্র।
জানা যায়, শিপুল সরকার ও তার প্রতিবেশী একই গোষ্ঠীর সাতাব উদ্দিন ওরফে সাতু সরকার গংদের মধ্যে ধানের জমিতে সেচ পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি হয়। এতে সাতু সরকারের পক্ষে ৩ জন এবং শিপুল সরকারের পক্ষে তিনি নিজে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিপুল সরকার আনুমানিক দুপুর দেড়টার দিকে মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। সাতাব উদ্দিন ওরফে সাতু সরকার ও ওয়াসিমকে এলাকা থেকে এবং ঝিনুক নামে একজনকে ময়মনসিংহ থেকে আটক করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ