সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে জানালার গ্রিল কেটে শিক্ষক দম্পতির ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতদল। এ সময় ডাকাতদলের মারপিটে শিক্ষক দম্পতি আহত হয়। আহত অবস্থায় দু’জনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত ২টার দিকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ধুবিল মোমেনশাহী গ্রামের শিক্ষক আবু সাইদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আবু সাইদ (৫৯) আয়শা ফজলার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার স্ত্রী আমেনা খাতুন কেয়া (৪৮) ঝাটিবেলাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
আহত আমেনা খাতুনের ছোট বোন সুমা খাতুন জানান, ৪/৫ জনের ডাকাতদল বুধবার রাত ২টার দিকে বাড়ির পেছনে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতদল আবু সাইদের মুখের ভেতর উড়না ঢুকিয়ে বেঁধে ফেলে এবং আমেনা খাতুন কেয়াকে মারপিট করে আলমারির চাবি নিয়ে নগদ ৬ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আমেনা খাতুন স্বজনদের ফোন দিলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিক্ষক দম্পতি রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির পেছনের দিকের জানালার গ্রিল কেটে প্রথমে একজন ডাকাত ঘরে ঢোকে। পরে মেইন গেট খুলে দিলে অন্যান্য ডাকাতরাও ঘরে ঢুকে শিক্ষক দম্পতিকে মারধর করে টাকা ও গয়না লুট করে পালিয়ে যায়। বর্তমানে শিক্ষক দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই