ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারালেন ৫ প্রার্থী। তাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন ও উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন।
তারা হলেন চেয়ারম্যান পদে ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফতাব উদ্দিন (দোয়াত কলম), ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আজহারুল ইসলাম (তালা), ডা. আবু সাঈদ খান (টিয়া পাখি) ও আমিনুল ইসলাম (টিউবওয়েল)।
জানা যায়, কাস্টিং ভোটের সাড়ে ১২ পার্সেন্ট না পেলে জামানত হারাতে হয়। এবার চেয়ারম্যান পদে ভোট কাস্ট হয়েছে ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট। সে হিসাবে কমপক্ষে পেতে হয় ১২ হাজার ৬৯৯ ভোট। কিন্তু আফতাব উদ্দিন ৮১২ ও এটিএম মনিরুল হাসান টিটু পেয়েছেন ১ হাজার ৮৬৭ ভোট। আর ভাইস চেয়ারম্যান পদে মোট কাস্ট হয়েছে ৯৯ হাজার ২৭৫ ভোট। এ পদে কমপক্ষে পেতে হয় ১২ হাজার ৪০৯ ভোট। কিন্তু মাওলানা আজহারুল ইসলাম ৮ হাজার ১৭১ ভোট, ডা. আবু সাঈদ খান ৯ হাজার ৫৮৩ ভোট ও আমিনুল ইসলাম ১১ হাজার ৯১৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমান বলেন, মোট কাস্টিং ভোটের সাড়ে ১২ পার্সেন্ট ভোট পেতে হয়। তা না হলে জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসাবে তাদের ৫ জনের জামানত বাজেয়াপ্ত হবে।
বিডি প্রতিদিন/এএ