পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে স্বীকৃতি ও ৮ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে ‘মার্চ ফর আইডেন্টিটি’ নামের এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ারে এসে এক সমাবেশ করে। সমাবেশে বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ফুটন্ত চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের সমন্বয়ক কৃপায়ন ত্রিপুরা, প্রণয় চাকমা, রিপুল চাকমা, ক্যসিং মারমা, মংসাই মারমা।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, স্ব-স্ব জাতিসত্তার স্বীকৃতি প্রদানের দাবি জানান।
বক্তারা পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয় ভোটার তালিকা প্রণয়ন করে জেলা পরিষদ নির্বাচন প্রদান ও পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।
বিডি প্রতিদিন/একেএ