কিশোরগঞ্জের তাড়াইলে মহিলা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতিয়া হোসেন ও ভারপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা শীল।
তাড়াইল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শিখা রাণী সরকারের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিবা রাণী সরকার।
আরো বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা শাখার দপ্তর সম্পাদক অজুফা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক জাহানারা বেগম, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রিয়াংকা ভৌমিক, স্বাস্থ্য সম্পাদক রুপা রাণী রায়, প্রশিক্ষণ সম্পাদক ববিতা রাণী বিশ্বাস, সদস্য নাসরিন আক্তার ও স্নিগ্ধা রাণী বর্মণ।
আলোচনা শেষে দিবা রাণী সরকারকে সভাপতি, প্রিয়াংকা ভৌমিককে সাধারণ সম্পাদক ও পাপিয়া জাহানকে সহ-সাধারণ সম্পাদক করে তাড়াইল উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান।
এ সময় সাংবাদিক রবীন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ইই