মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কমিউনিটি পুলিশের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টার সময় এ সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান এই সভায় প্রধান অতিথি হিসেবে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি সাধারণ জনগণের করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজী থেকে শুরু করে সকল ধরনের অন্যায় কাজ যাতে সংঘটিত হতে না পারে সে বিষয়ে উপস্থিত জনগণকে সতর্ক করেন। এ সভায় গজারিয়া ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিল।
বিডি প্রতিদিন/হিমেল