সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণ কাজে গতি বাড়াতে জেলা প্রশাসন কঠোর হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
শনিবার এক সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের বাঁধ নির্মাণ কাজ শেষ করতে হবে। অন্যথায় কৃষকের ফসল নষ্ট হলে এর দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
জানা গেছে, সুনামগঞ্জে এবার ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এই বিশাল ফসলকে রক্ষা করতে ১২৬ কোটি টাকা ব্যয়ে ৬৫৪টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
সভায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক