‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে জেলা বিএনপি।
সোমবার সকালে ফেনী প্রেসক্লাবের সামনে সংগীতানুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা শেষে পান্তা ভাত, রুই মাছ, ভর্তা ও সবজি দিয়ে বাঙালিয়ানা খাবারের আয়োজন করা হয়।
এসময় নেতাকর্মী ছাড়াও প্রায় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ব্যতিক্রমী এসব খাবারের স্বাদ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই