মসজিদভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম এর ৮ম প্রকল্প শুরু করা, ৫ মাসের বকেয়া বেতন-বোনাস দেয়া, বেতন বৃদ্ধি করাসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। শনিবার (১৭ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মচারী ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মো. হোসাইন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা আবদুর রাজ্জাক, জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহিম আসাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৭ পর্যায় পর্যন্ত সফলভাবে বাস্তবায়ন হয়েছে। আমরা অচিরেই ৮ম পর্যায় প্রকল্প বাস্তবায়ন চাই। জেলা ৭৭৪টি কেন্দ্রে এ কার্যক্রম চালু রয়েছে। শিক্ষক শিক্ষিকা সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল আযহার পূর্বে প্রদান করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।
বিডি প্রতিদিন/এএ