যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল ক্যাম্পের সদস্যরা বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় হেরোইনসহ শ্রী জয়ন্ত দত্ত নামে দেশটির এক নাগরিককে আটক করেছে।
গতকাল শনিবার রাতে ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে হিরোইনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়।
আটক শ্রী জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তর ছেলে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধৃত জয়ন্ত ভারতীয় নাগরিক। তার কাছ থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত হিরোইনের মূল্য বারো লাখ টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ