১২ জুলাই, ২০১৯ ০০:৪১

ম্যাকগ্রাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড স্টার্কের

অনলাইন ডেস্ক

ম্যাকগ্রাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড স্টার্কের

সংগৃহীত ছবি

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড। এদিন অস্ট্রেলিয়ার ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৩২.১ ওভারে সহজেই ৮ উইকেটের জয় পায় মরগানের দল।

তবে হারের ম্যাচে বিশ্বরেকর্ড গড়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে নির্দিষ্ট একটি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখন স্টার্কের দখলে। চলমান আসরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে জনি বেয়ারস্টোকে তুলে নিয়ে এই কীর্তিটি গড়েন তিনি। বাঁহাতি এই তারকার বর্তমানে উইকেট সংখ্যা ২৭টি।

এর আগে ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে মোট ২৬টি উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন স্টার্কের স্বদেশী কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনটি বিশ্বকাপ পর তার রেকর্ডটি ভাঙলো।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর