ঈদের খুশি বিলীন হল
নতুন জামা বিনে।
মনের মত জামা তার
দেয়নি বাবা কিনে।
খুকুমণির নতুন জুতোর
বহু দিনের লোভ।
হয়নি কেনা তাই বলে তার
বাড়ছে কেবল ক্ষোভ।
সেই ক্ষোভেতে খুকুমণি
দেয়নি কিছু মুখে।
ঈদের দিনে হানলো আঘাত
খুকুমণির বুকে।
ঈদের খুশি বিলীন হল
নতুন জামা বিনে।
মনের মত জামা তার
দেয়নি বাবা কিনে।
খুকুমণির নতুন জুতোর
বহু দিনের লোভ।
হয়নি কেনা তাই বলে তার
বাড়ছে কেবল ক্ষোভ।
সেই ক্ষোভেতে খুকুমণি
দেয়নি কিছু মুখে।
ঈদের দিনে হানলো আঘাত
খুকুমণির বুকে।