শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শ্রাবণে কদমে

কাব্য কবির

শ্রাবণ এলে কদম ডালে

ফোটে কদম ফুল,

ভোমর,পাখি, মৌমাছিরা

করে হুলস্থুল।

 

শ্রাবণ এলে খালে,বিলে

পড়ে কদম ভাসে,

মেঘ বালিকা কদম দেখে

মিটমিটিয়ে হাসে।

 

শ্রাবণের রূপ ফুটে ওঠে

কদম ফুলের মাঝে,

শ্রাবণ এলে প্রকৃতিও

রংবেরঙে সাজে।

 

শ্রাবণ এলে সোঁদা মাটির

গন্ধ সবাই পাই,

ফুল কুড়াতে কদমতলে,

সবাই ছুটে যাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর