একটি পাখি বাসা বানায়
অই মহুয়া বনে
সেই পাখিটি বাসায় ফিরে
ঘুমায় আপন মনে।
সকাল হলে করতে আহার
অদূর মাঠে যায়
সন্ধ্যা এলেই উদর ভরে
ঘরে ফিরে আয়।
রোদ বৃষ্টিতে ছানা দুটি
ঝাঁপটে রাখে বুক
নিজের বাসায় পায় খোঁজে
সকল প্রকার সুখ।
সেই পাখিটি ময়না পাখি
মায়ার সুরে ডাকে
পাখির বাসায় ইচ্ছে স্বাধীন
কষ্ট ভুলে থাকে।