জোনাকিদের বাড়ি কোথায়
কোথায় তাদের ঘর
কোথায় তারা যায় পালিয়ে
এলে আলোর ঝড়।
আবার আসে আঁধার হলে
জ্যোৎস্না মাখা রাতে
গল্প করে সারাটা রাত
চাঁদ তারাদের সঙ্গে।
কোথায় তারা যায় পালিয়ে
জানো যদি কেউ
চিঠি লিখো খুকির কাছে
যাবে নাকি সেও।
খুকির যে খুব ইচ্ছে করে
যাবে তাদের বাড়ি
জোনাকিদের আলো দিয়ে
রাতটা দিবে পাড়ি।