শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

ব্যর্থতা থেকে সাফল্যের শীর্ষে আব্রাহাম লিংকন

ব্যর্থতা থেকে সাফল্যের শীর্ষে আব্রাহাম লিংকন

আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহম লিংকন। তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। আমেরিকার সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে ধরা হয় তাকে। আমেরিকায় দাসদের স্বাধীনতা লাভের পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। রাজনীতি ও খ্যাতির দিক দিয়ে তিনি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসের সফলতম মানুষদের একজন। আব্রাহাম কেবল একজন নেতা নন, ভালো বক্তা হিসেবেও খ্যাতি রয়েছে তার। আব্রাহামের জন্ম ১৮০৯ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের হার্ডিন কাউন্টিতে। মহান এ মানুষটির জীবনেও রয়েছে সফলতা ও ব্যর্থতা। তবে সফল হওয়ার আগে আব্রাহাম পাড়ি দিয়েছেন ব্যর্থতার মহাসাগর। অনেক আগের কথা, তখন আব্রাহামের বয়স ২৩ বছর। সে সময় তিনি তার জীবনের প্রথম নির্বাচনে হেরে যান। ২৯ বছর বয়সে হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য হওয়ার জন্য নির্বাচন করে হারেন। ১৮৪৮ সালে ৩৯ বছর বয়সী লিংকন ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার হওয়ার জন্য নির্বাচন করে পরাজিত হন। ৪৯ বছর বয়সে সিনেটর হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হন। এত ব্যর্থতার পরও তিনি হাল ছাড়েননি।  রাজনীতি না ছেড়ে বারবার চেষ্টা করে যান। অবশেষে ১৮৬১ সালে, ৫২ বছর বয়সে আব্রাহাম নির্বাচিত হন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগের পুরোটাই ছিল ব্যর্থতার গল্প।  কিন্তু এরপর তিনি ইতিহাস বদলে দেন।

সর্বশেষ খবর