বিশ্বকাপের উন্মাদনায়
কাঁপছে পুরো বিশ্বটা
পথে-ঘাটে হাট-বাজারে
চোখে পড়ে দৃশ্যটা।
চায়ের কাপে তর্কের ধোঁয়া
দেখছি বসে খেলাটা
কথায় কথায় বাড়ছে কথা
বিশ্বকাপের গল্পটা।
রঙ-বেরঙের জার্সি গায়ে
উড়ায় আবার পতাকা
পছন্দের দল জিতলে মাঠে
উড়ে মনে বলাকা।
বিশ্বকাপের বিনোদনে
বিশ্ব কাঁপছে খুশিতে
অন্ধভক্ত কথায় কথায়
জড়ায় দেখ কিল-ঘুষিতে।