আমি একটা পথের শিশু
লোকে বলে টুকাই,
জন্ম আমার দুঃখের মাঝে
নাম হয়েছে দুখাই।
আমার কষ্ট শীত ও বৃষ্টি
আমার কোনো ঘর নাই,
যেখানে সেখানে ঘুরি
পথের ধারেই ঘুুমাই।
শীতে পাই না জামা কাপড়
বৃষ্টিতে যে ঘর হারা,
কাঁপি এবং ভিজে যাই খুব
আমি মা-বাপ ছাড়া!