ছুড়ছে লাটিম ঘুরছে বেগে
খোকা যে তাই ভীষণ রেগে
বলছে লাটিম থাম
এটা কেমন কাম?
তুই রে লাটিম ধূর্ত ভারি
তোর সাথে এই দিলাম আড়ি
যা ভেগে যা আজি
তুই যে মহাপাজি।
ছুড়ছে লাটিম ঘুরছে বেগে
খোকা যে তাই ভীষণ রেগে
বলছে লাটিম থাম
এটা কেমন কাম?
তুই রে লাটিম ধূর্ত ভারি
তোর সাথে এই দিলাম আড়ি
যা ভেগে যা আজি
তুই যে মহাপাজি।