মাছ খাবে না শাক খাবে না
খাবে ঘোড়ার আণ্ডা
আহা এমন বায়না যে তার
কিসে করি ঠাণ্ডা!
পায়েস দিলাম খাবে না সে
দিলাম পাতে দই
কান্নাকাটি দুধের বাটি
খায় না মুড়ি-খই।
খেলনা কোনো নেবে না সে
খাবে না আর কিছু
ঘোড়ার ডিমের বায়না ধরে
কাঁদছে পিছু পিছু।
ঘোড়ার কোনো হয় নাতো ডিম
বলছে কী সব যা তা!
ঘোড়ার ডিমের অমলেট চেয়ে
খাচ্ছে আমার মাথা।