একটি বিড়াল ক্ষুধায় কাতর
নেই ঘরে তার রান্না
ভাবটা তবু জমিদারি
যা তা সে যে খান না।
গরুর মাংস পেলে ভালো
মুরগি পেলে আচ্ছা
খুশির চোটে নাচে তা ধীন
পেলে ইঁদুর বাচ্চা।
তিরিং বিরিং ইঁদুর ছোটে
বিড়াল ছোটে পিছু
ধরতে তাকে হয় কুপোকাত
উপায় তো নেই কিছু।
ভেংচি কেটে ইঁদুরগুলো
বিড়ালটাকে চটান
ধরতে ইঁদুর বিড়ালটা ইশ্
খেয়েছে চিৎপটাং।