দুগ্গা পূজায় মামার বাড়ি
বেড়াতে খুব মজা
মেলা থেকে মামা আনেন
মন্ডা মিঠাই গজা।
ভালোবেসে মামা মামী
পড়ান রঙিন জামা
বাজার থেকে বড় মাছটা
কিনে আনেন মামা।
পুজো দেখতে মামার সাথে
মন্দিরেতে যাই
ভাই বোনেতে ঘুরেফিরে
আনন্দ খুব পাই।
রঙিন বেলুন লারেলাপ্পা
খেলনা পুতুল চাই
মামা বলেন নাও না তুমি
দুহাত ভরে পাই।