ছড়ার গাড়ি বাড়ি বাড়ি
পৌঁছে দিবে আলো
প্রতিবাদে ফুঁসে উঠবে
তাড়াতে সব কালো।
হাট্টিমাটিম হেঁটে হেঁটে
চলবে আগুন জ্বেলে,
ছড়াকার সব লুটেরাকে
ভাজবে গরম তেলে।
বখরাখেকো বর্গিরা সব
বুঝবে এবার ঠেলা,
আগডুমেরা আগ বাড়ায়ে
খেলবে মরণ খেলা।
ছড়ার গাড়ি বাড়ি বাড়ি
পৌঁছে দিবে আলো
প্রতিবাদে ফুঁসে উঠবে
তাড়াতে সব কালো।
হাট্টিমাটিম হেঁটে হেঁটে
চলবে আগুন জ্বেলে,
ছড়াকার সব লুটেরাকে
ভাজবে গরম তেলে।
বখরাখেকো বর্গিরা সব
বুঝবে এবার ঠেলা,
আগডুমেরা আগ বাড়ায়ে
খেলবে মরণ খেলা।