টাটুম টাটুম ছুটছে ঘোড়া
খোকার হাতে লাগাম,
ফোকলা দাঁতে বেদম হাসি
খাচ্ছে খোকা বাদাম।
বুট পরেছে পায়ে খোকা
সেজে বীরের বেশে,
টাট্টু ঘোড়ায় চড়ে সে যে
যাবে দূরের দেশে।
টাট্টু ঘোড়া ছুটছে কেমন
যায় না তারে বাধা,
সফল হলো ইচ্ছে খোকার
লাগায় চোখে ধাঁধা।
টাটুম টাটুম ছুটছে ঘোড়া
খোকার হাতে লাগাম,
ফোকলা দাঁতে বেদম হাসি
খাচ্ছে খোকা বাদাম।
বুট পরেছে পায়ে খোকা
সেজে বীরের বেশে,
টাট্টু ঘোড়ায় চড়ে সে যে
যাবে দূরের দেশে।
টাট্টু ঘোড়া ছুটছে কেমন
যায় না তারে বাধা,
সফল হলো ইচ্ছে খোকার
লাগায় চোখে ধাঁধা।
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন