থকথকে মেঘ আকাশজুড়ে সেই না মেঘের ফাঁকে
মাঝরাতে চাঁদ দিঘির জলে কী মায়াজাল আঁকে!
দিঘিরপাড়ে গাছের সারি, হাওয়া দিঘির জলে-
মেঘ-জোছনা সাক্ষী রেখে কী কথা যায় বলে!
দিঘির জলে চাঁদের ছায়া, দুরন্ত এক খোকা-
স্বপ্নে দেখে দৌড়ে গেল, যায় কি ওকে রোখা?
থকথকে মেঘ আকাশজুড়ে সেই না মেঘের ফাঁকে
মাঝরাতে চাঁদ দিঘির জলে কী মায়াজাল আঁকে!
দিঘিরপাড়ে গাছের সারি, হাওয়া দিঘির জলে-
মেঘ-জোছনা সাক্ষী রেখে কী কথা যায় বলে!
দিঘির জলে চাঁদের ছায়া, দুরন্ত এক খোকা-
স্বপ্নে দেখে দৌড়ে গেল, যায় কি ওকে রোখা?