দোয়েল, কোয়েল, ময়না, ঘুঘু
ডাহুক, বেলে হাঁস
আমার প্রিয় সোনার বাংলায়
সব পাখিদের বাস।
পায়রা, তিতির, সারস, শ্যামা
বুলবুলি, গাঙচিল
কারও সাথে কোনো পাখির
নেই মোটেও মিল।
হলদে পাখি, সবুজ টিয়া
ছাতার, হরিয়াল
সবুজ সাদা নীলচে ধূসর
কারও বা রং লাল।
চড়ুই, শালিক, নীল টুনি, বক
কোকিল, মানিকজোড়
পাখির ডাকে সন্ধ্যা আসে
পাখির ডাকে ভোর।