বৃষ্টি এলো বৃষ্টি এলো
পাখি ঘুমায় ডালে,
রিমিঝিমি ছন্দ তুলে
বৃষ্টি টিনের চালে।
বৃষ্টির জলে ডুবে যায় সব
কাঁচা পাকা রাস্তা,
আলু সিমের বিচি দিয়ে
বানায় মায়ে নাস্তা।
বৃষ্টি এলে বাংলা ঘরে
সবাই বাঁধে জুঁটি,
এমন বৃষ্টির দিনে সবাই
ইস্কুলকে দেয় ছুটি।