লাল, হলুদ, মিষ্টি পেয়ারা
খাচ্ছে শালিক পাখি,
দূরে থেকে বানর বসে
দেখছে খুলে আঁখি।
খাসনে তুই আমার ভাগের
মিষ্টি পেয়ারা খানা!
এই গাছে আসতে তোদের
বলেছিলাম মানা।
কারও কথা শুনে না যে
পাখির দলের ঝাঁক,
গাছটি হলো সবার তাতে
দিচ্ছ কেন ডাক?
বানর মশাই চেঁচিয়ে বলে
বুঝিস না যে যেন!
সবাই আছে ভাগীদারে
নষ্ট করিস কেন?