বনের ভেতর রাজ করে
একাই বাঘ মামা,
উঠেপড়ে লেগে থাকে
করতে হাঙ্গামা।
বাঘ মামার ভয়ে সবাই
ঝোপের মধ্যে থাকে,
ইশারাতে একে অপরকে
বিপদ এলে ডাকে।
একদা এক ছাগল ছানা
ডাক মারে জোরে,
বাঘ মামা শুনতে পেয়ে
এসে জাপটে ধরে।
সেই বনের বিজ্ঞ শেয়াল
সব কথা শুনে,
পশুপাখিকে ডেকে নিয়ে
কঠিন ফন্দি বুনে।
বাঘ মামাকে ছলেবলে
বের করে আনে,
জাল ফেলে বন্দি করে
সবাই মিলে টানে।