ব্যাঙ চলেছে কোথায় দিয়ে
মাথায় একটা ছাতা?
আর ওদিকে খোকার মাথায়
সবুজ কলা পাতা।
ব্যাঙের ছাতা দমকা হাওয়ায়
হঠাৎ গেলো উল্টে,
ব্যাঙের ছিল নেমন্তন্ন
পারছে না তা ভুলতে!
বিয়ে বাড়ির নেমন্তন্নে
যায় কি যাওয়া ভিজে,
খোকার ছাতা না চেয়ে খুব
ভুল করেছে নিজে!
আকাশ যেন আজ পরেছে
কালো রঙের শাড়ি,
বৃষ্টি কখন থামবে তখন
যাবে বিয়ে বাড়ি।