সুয্যি মামার বিয়ে হবে
আগামীকাল রাতে,
এই বিয়েতে কে কে যাবি
চল রে আমার সাথে।
দিনের বেলা সুয্যি আমার
নেই তো কোনো ছুটি,
তাই তো রাতে বাজবে সানাই
বাঁধবে মামা জুটি।
খুশিতে সব আত্মহারা
যাব বিয়ে খেতে,
খুশির নাচন নাচছে সবাই
আনন্দেতে যেতে।
নীল আকাশে বিয়ে হবে
চাঁদ ও তারা রবে,
খুশির ক্ষণে সবাই মিলে
অনেক মজা হবে।