চিংড়িটাকে ডাকলো পুঁটি
আয়না আমার কাছে
আসছে ঠিকই কিন্তু একি
যাচ্ছে অনেক পিছে।
ব্যাপারটা কেউ কি জানো
এমন হওয়ার কারণ
চিংড়ি হলো একটি পোকা
মাছ বলাটা বারণ।
চিংড়ি একটি সন্ধিপতি
আর্থোপোডা প্রাণী
বক্ষ স্থলে পাঁচ জোড়া পা
আমরা কি তা জানি!
চিংড়িটাকে ডাকলো পুঁটি
আয়না আমার কাছে
আসছে ঠিকই কিন্তু একি
যাচ্ছে অনেক পিছে।
ব্যাপারটা কেউ কি জানো
এমন হওয়ার কারণ
চিংড়ি হলো একটি পোকা
মাছ বলাটা বারণ।
চিংড়ি একটি সন্ধিপতি
আর্থোপোডা প্রাণী
বক্ষ স্থলে পাঁচ জোড়া পা
আমরা কি তা জানি!