সর্বনাশা বন্যা দেশের কৃষকদের একাংশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ধার করে কিংবা ব্যাংক ঋণ নিয়ে তারা যে ফসল ফলিয়েছেন তা বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভুগছেন তারা। ঋণ কিংবা ধারের টাকা শোধ করবেন কী করে তা ভেবে তাদের হয়রান হতে হচ্ছে। ফসল নষ্ট হওয়ায় কীভাবে পরিবার-পরিজনের অন্ন জোগাবেন সে চিন্তায়ও তারা এখন আক্রান্ত। বন্যাদুর্গত এলাকার আমন ফসল প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন, আউশ এবং সবজি খেত সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষকরা চোখে শর্ষে ফুল দেখছেন। বন্যায় শুধু রংপুরেই ৪৫ হাজার ৭৭২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সিরাজগঞ্জ, শেরপুর, চাঁদপুর, মুন্সীগঞ্জ, বগুড়া, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার কৃষকদেরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বন্যায় সবজি খেত তলিয়ে যাওয়ায় সারা দেশে বিরূপ প্রতিক্রিয়া অনুভূত হচ্ছে। রাতারাতি সবজির দাম দুই থেকে তিনগুণ বেড়ে গেছে। কাঁচা মরিচ দুষ্প্রাপ্য পণ্যে পরিণত হয়েছে। বন্যায় পুকুর ও মাছের খামার ভেসে যাওয়ায় মাছচাষিরা সর্বস্ব হারানোর বিপদে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে আমন ও আউশ ফসলের এক বড় অংশ নষ্ট হয়ে যাওয়ায় এবার এ দুটো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে আত্দসন্তুষ্টিতে ভুগছিল বাংলাদেশ- এবার তার ব্যত্যয় ঘটবে। বন্যার পানি কোনো কোনো এলাকা থেকে নামতে শুরু করেছে। সমূহ সর্বনাশ ঠেকাতে এসব এলাকায় এখনই কৃষি পুনর্বাসনের কাজ শুরু হওয়া দরকার। এ ব্যাপারে বীজ, সার ও আর্থিক সহায়তা নিয়ে সরকারকে কৃষকের পাশে দাঁড়াতে হবে। বন্যাদুর্গত এলাকার কৃষিঋণ মওকুফের কথাও ভাবা যেতে পারে। আমাদের দেশের কৃষকরা ১৬ কোটি মানুষের অন্ন জোগায়। বন্যাজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে সমগ্র জাতিকেই তাদের পাশে থাকতে হবে।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি