সর্বনাশা বন্যা দেশের কৃষকদের একাংশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ধার করে কিংবা ব্যাংক ঋণ নিয়ে তারা যে ফসল ফলিয়েছেন তা বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভুগছেন তারা। ঋণ কিংবা ধারের টাকা শোধ করবেন কী করে তা ভেবে তাদের হয়রান হতে হচ্ছে। ফসল নষ্ট হওয়ায় কীভাবে পরিবার-পরিজনের অন্ন জোগাবেন সে চিন্তায়ও তারা এখন আক্রান্ত। বন্যাদুর্গত এলাকার আমন ফসল প্রায় পুরোটাই নষ্ট হয়ে গেছে। দেশের উত্তরাঞ্চলে হাজার হাজার হেক্টর জমির রোপা আমন, আউশ এবং সবজি খেত সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার কৃষকরা চোখে শর্ষে ফুল দেখছেন। বন্যায় শুধু রংপুরেই ৪৫ হাজার ৭৭২ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। সিরাজগঞ্জ, শেরপুর, চাঁদপুর, মুন্সীগঞ্জ, বগুড়া, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার কৃষকদেরও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বন্যায় সবজি খেত তলিয়ে যাওয়ায় সারা দেশে বিরূপ প্রতিক্রিয়া অনুভূত হচ্ছে। রাতারাতি সবজির দাম দুই থেকে তিনগুণ বেড়ে গেছে। কাঁচা মরিচ দুষ্প্রাপ্য পণ্যে পরিণত হয়েছে। বন্যায় পুকুর ও মাছের খামার ভেসে যাওয়ায় মাছচাষিরা সর্বস্ব হারানোর বিপদে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে আমন ও আউশ ফসলের এক বড় অংশ নষ্ট হয়ে যাওয়ায় এবার এ দুটো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে আত্দসন্তুষ্টিতে ভুগছিল বাংলাদেশ- এবার তার ব্যত্যয় ঘটবে। বন্যার পানি কোনো কোনো এলাকা থেকে নামতে শুরু করেছে। সমূহ সর্বনাশ ঠেকাতে এসব এলাকায় এখনই কৃষি পুনর্বাসনের কাজ শুরু হওয়া দরকার। এ ব্যাপারে বীজ, সার ও আর্থিক সহায়তা নিয়ে সরকারকে কৃষকের পাশে দাঁড়াতে হবে। বন্যাদুর্গত এলাকার কৃষিঋণ মওকুফের কথাও ভাবা যেতে পারে। আমাদের দেশের কৃষকরা ১৬ কোটি মানুষের অন্ন জোগায়। বন্যাজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে সমগ্র জাতিকেই তাদের পাশে থাকতে হবে।
শিরোনাম
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
কৃষকের পাশে দাঁড়ান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
১৮ মিনিট আগে | মাঠে ময়দানে